পন্ত শিল পাটা, বুমরাহ বরফ আর হার্দিক মশলা দানি

  15-05-2019 12:29PM

পিএনএস ডেস্ক :উপরে ক্রিকেটারদের পাশে লেখা সরঞ্জামগুলির সঙ্গে মিল খুঁজছেন তো? মাথায় হাত দিয়ে গভীর চিন্তায় বুঁদ হয়ে গিয়েছেন এতক্ষণে! হার্দিকের সঙ্গে ‘মশলা দানি’ কিংবা পন্তের সঙ্গে ‘শিল পাটা’ কীভাবে খাপ খায়, ভাবছেন তো? উত্তর লুকিয়ে নবাব অফ নজফগড়ের টুইটে৷

পারফরম্যান্সের বিচারে আইপিএলের ক্রিকেটারদের অভিনব নাম দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ৷ টুইটে প্রাক্তন ওপেনার, জসপ্রীত বুমরাহকে বরফের সঙ্গে তুলনা করেছেন৷ ব্যাখ্যা দিয়ে পাশে আবার তিনি লিখে দেন, চাপের মুহূর্তে ঠান্ডা থাকতে পারেন বুমরাহ৷

রোহিতের দলে তারকার পেসারে সেই গুণের দারুণ নমুনা দেখেছে গোটা ক্রিকেটবিশ্ব৷ সদ্য শেষ হওয়া আইপিএল ফাইনালের ১৯তম ওভারে বুমরাহের বলে বাই চার ছাড়েন উইকেটকিপার ডি কক৷ থ্রিলার ম্যাচে সেই চার বুমেরাং হয়ে ফিরতেই পারত৷ ম্যাচ হারতে পারত মুম্বাই৷ ওভার শেষে অবশ্য কোনও রকম রাগ প্রকাশ না করেই কুন্টনের কাঁধে সান্ত্বনার হাত রাখেন জসপ্রীত৷ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রশংসা পেয়েছিলেন চ্যাম্পিয়ন বোলার৷ ঠান্ডা মাথায় বুমরাহকে তাই বরফের সঙ্গে তুলনা করেছেন সেহওয়াগ৷

ঘরোয়া ক্রিকেটে গোটা আইপিএল জুড়ে বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন ঋষভ পন্ত৷ বাঁ-হাতি ঋষভকে তাই শিল নোড়া নাম দিয়েছেন নবাব অফ নজরগড়৷ ব্যাখ্যায় তিনি বলেন, আইপিএলে বোলারদের চাটনি বানিয়ে ছেড়েছে পন্ত, সেকারণেই ঋষভ এখন থেকে শিল নোড়া৷

একনজরে দেখে নেওয়া যাক, অন্য আর কোন ক্রিকেটারকে কী নাম দিলেন বীরু-

১) ধোনি-টর্চ(চেন্নাইকে বিপদের সময় আলো দেখান ধোনি, সেই যুক্তিতেই তাঁকে টর্চ বলে উল্লেখ করেছেন সেহওয়াগ)

২) বুমরাহ- বরফ

৩) কাসিগো রাবাদা-টুলু পাম্প

৪)ওয়ার্নার- জুসার মেশিন

৫)হার্দিক পান্ডিয়া- মশলা দানি, কারণ অল-রাউন্ডার হার্দিকের মধ্যে সব মশলার গুণ আছে৷ মশলা ছাড়া রান্না যেমন অসম্পূর্ণ, তেমনিই হার্দিক ছাড়া দল৷ এটাই মত সেহওয়াগের৷

৬) অমিত মিশ্র- ট্রাফিক চালান

৭) ইমরান তাহির- পুরানি জিন্স, ব্যাখ্যায় বীরু বলেন, ইমরান হলেন পুরনো জিন্সের মতো৷ পুরনো হলেও বেশি দিন ধরে চলে৷

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন