টানা তিন ফাইনালে নেই সাকিব

  17-05-2019 03:56PM

পিএনএস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে লিগের শেষ ম্যাচে চোট পান সাকিব আল হাসান। চোটের কারণে ফিফটির পর ঝুঁকি না নিয়ে উঠে যান তিনি। সাইড স্ট্রেনে ভুগছেন তিনি। তার অবস্থা গুরুতর না হলেও শুক্রবারের ফাইনালে খেলছেন না সাকিব। এ নিয়ে বাংলাদেশের টানা তিন ওয়ানডে ফরম্যাটের ফাইনাল মিস করলেন সাকিব।

সাকিবের ইনজুরি নিয়ে এরআগে বিসিবি'র পক্ষ থেকে জানানো হয়, সাকিবের খেলার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। শুক্রবার সকালে ম্যাচের আগে ফিজিও তাকে দেখবেন। তারপরে সাকিবের খেলার সিদ্ধান্ত। সাকিব বৃহস্পতিবার দলের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি। তাকে বিশ্রামে রাখা হয়।

সাকিব বাংলাদেশ দলের খেলা সর্বশেষ ফাইনালে খেলতে পারেননি। গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনাল মিস করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচের আগেই ইনজুরি নিয়ে দেশে ফেরেন সাকিব। তার আঙুলের চিড়ে পুঁজ জমে যায়। ওই ইনজুরিতে বড় কিছু হয়ে যেতে পারতো তার।

এর আগে ঘরের মাঠে ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলংকা-জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে ইনজুরিতে পড়েন সাকিব। ফাইনালে খেলা হয়নি তার। মূলত ওই সিরিজেই আঙুলের চোটে পড়েন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার। ওই চোট কাটিয়ে টি-২০ ফরম্যাটে হওয়া শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে ফেরেন সাকিব। খেলেন ফাইনালে। তবে বাংলাদেশ দল ওই ম্যাচেও হারে।


পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন