বিশ্বকাপের আগেই ভারত-পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ!

  19-05-2019 06:15PM

পিএনএস ডেস্ক : সফল ত্রিদেশীয় সিরিজ শেষ করে ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্বকাপের দেশটিতে পা রাখে টাইগাররা। রবিবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে স্টিভ রোডসের শিষ্যদের বিশ্বকাপের প্রস্তুতি। চলবে টানা পাঁচ দিন।

আসন্ন বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও বাকি ১০ দিন। ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় ও জমজমাট টুর্নামেন্টটি। যদিও টাইগাররা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বিশ্বকাপের এ মহাযজ্ঞে নামার আগে আইসিসির অফিসিয়াল দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ প্রতিবেশি ভারত ও পাকিস্তান। এশিয়ার পরাশক্তি এ দুই দলের বিপক্ষে বিশ্বকাপেও সাক্ষাত হবে টাইগারদের। তবে শেষ বারের মতো নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম‌্যাচে মুখোমুখি হবে দল গুলো।

কন্ডিশন ক্যাম্প ও প্রস্তুতি শেষে আগামী ২৬ মে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে প্রস্তুতি ম্যাচটি। একদিন বিরতির পর ২৮ মে ভারতের বিপক্ষে ব্যাট-বল যুদ্ধে নামবে মাশরাফি বাহিনী। একই সময় একই মাঠে অনুষ্ঠিত হবে শেষ প্রস্তুতি ম্যাচটি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ গুলো প্রথমবারের মতো সম্প্রচারের উদ্যোগ নিয়েছে ভারতের জনপ্রিয় খেলার চ্যানেল স্টার স্পোর্টস। তাই ম্যাচ গুলো দেখা যাবে চ্যানেলটিতে।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন