দলে ডাক পাবেন স্বপ্নে দেখেছিলেন ওয়াহাব!

  22-05-2019 05:43PM

পিএনএস ডেস্ক : দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় দুই বছর আগে। ওয়াহাব রিয়াজ নামটি যেন বাতিলের খাতাতেই পড়ে গিয়েছিল। কিন্তু ৩৩ বছর বয়সী বাঁ-হাতি পেসারের অনেকটা নাটকীয়ভাবে জায়গা হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ দলে। ওয়াহাব রিয়াজ বললেন, দলে ডাক পাওয়ার দশ দিন আগে স্বপ্নে বার্তা পেয়েছিলেন তিনি।

শুরুতে পাকিস্তানের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি ওয়াহাব রিয়াজের। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর তিনটি পরিবর্তন এনে ফের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে মোহাম্মদ আমির ও আসিফ আলির সঙ্গে জায়গা পেয়েছেন ওয়াহাব রিয়াজও। যদিও পাকিস্তান কোচ মিকি আর্থার প্রাথমিক স্কোয়াডেও তার অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা করেছিলেন।

বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর ওয়াহাব বললেন স্বপ্নে নাকি বার্তা পেয়েছিলেন তিনি। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ খেলা এই তারকা বলেন, ‘‘আমি অনেকবার স্বপ্ন দেখেছি মিকি আর্থার (কোচ) ও সরফরাজ আমার সঙ্গে আলোচনা করছেন। কখনো তারা আমাকে দলে ফিরিয়েছে, কখনো আবার বাদ দিয়েছেন। দশদিন আগে আমি স্বপ্নে দেখি ইনজি ভাই (ইনজামাম-উল-হক, প্রধান নির্বাচক) আমাকে ফোন দিলেন, বললেন আমি বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছি। এবং এটাই আমার শেষ সুযোগ বলে জানালেন।’’

ওয়াহাব যোগ করে বলেন, ‘‘এটা তখনই ঘটেছিল যখন আমাকে ডাকা হয়েছিল এবং সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়েছিল।’’

বিশ্বকাপে সুযোগ পাওয়ার এখন সামনে তাকাতে চান ওয়াহাব। প্রমাণ করতে পান নিজের সামর্থ্যের, ‘‘শেষ দুই বছরে আমি অনেক পরিশ্রম করেছি এবং নিজেকে পরিণত করেছি। আমি অনেক কিছু শিখেছি এবং ফলাফল সবার সামনে দৃশ্যমান।’’

গেল কিছুদিন তার সমালোচনা নিয়ে বলেন, ‘‘আপনি এক ম্যাচের ভিত্তিতে কাউকে বিচার করতে পারবেন না। আমি একজন বোলার, ৬০, ৭০ বার ৮০ রান কখনো খরচা হতেই পারে। কিন্তু সেটার মানে এই না আমি আমার স্কিল ও সামর্থ্য হারিয়ে ফেলেছি।’’

২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের অন্যতম সফল বোলার ছিলেন ওয়াহাব। সাত ম্যাচে নিয়েছিলেন ১৬ উইকেট। এবারো বিশ্বকাপ মাতাতে চান অভিজ্ঞ এই বোলার, ‘‘ভ্যারিয়েশন এবং রিভার্স ডেথ ওভারে আমার প্রধান অস্ত্র। ইংল্যান্ডে কন্ডিশন শুষ্ক এবং উইকেট কঠিন হবে। সেখানে রিভার্স সুইং আদায় করা যাবে। যে দল এটা পারবে তারা সুবিধা পাবে। রিভার্স সুইয়ে আমার অভিজ্ঞতা আছে। তাই আমি শেষ ওভারগুলোতে রান সীমিত রাখার চেষ্টার করব।’’

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন