ইংল্যান্ডের বিশ্বকাপ জার্সি নিয়ে সমালোচনার ঝড়

  22-05-2019 05:58PM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপের জন্য জার্সিসহ নতুন কিটস তৈরি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতিমধ্যে জার্সির ছবি সোশ্যাল মিডিয়া টুইটারে প্রকাশ করেছে ইসিবি। সেটি কেমন হয়েছে তা সমর্থকদের কাছে জানতে চাওয়া হয়।

অসংখ্য ভক্ত রিপ্লাই করেছেন। তবে এতে বোর্ডের খুশি হওয়ার কিছু নেই। সেসবের অধিকাংশই নেতিবাচক, ইতিবাচক নয়। ইংলিশদের নতুন জার্সির রং বেশিরভাগ সমর্থকেরই পছন্দ হয়নি।

অনেকে আবার ইয়ন মরগানদের নব জার্সিকে টিম ইন্ডিয়ার জার্সির সঙ্গে গুলিয়ে ফেলছেন। ক্রিকেটের বৈশ্বিক আসরে দুই দলের ম্যাচের সময় তাদের আলাদা করে চেনা যাবে কি না-এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

ইংল্যান্ড সাধারণত লাল জার্সিতে টি-টোয়েন্টি খেলে। ওয়ানডে খেলে গাঢ় নীল রংয়ের জার্সি পরে। দলটির বিশ্বকাপের জার্সির রং উজ্জ্বল আকাশি নীল (ব্লু স্কাই)।

এমন জার্সিকে কেউ বেদনাদায়ক আখ্যা দিয়েছেন। কেউ স্পষ্টতই বিরক্তিকর ছলে কটাক্ষ করেছেন। অনেকে মান্ধাত্মা আমলের বলে উল্লেখ করেছেন।

কোনো নেটিজেন টিপ্পনি কেটে বলছেন, ভারতের জার্সি পরে বিশ্বকাপে মাঠে নামবে ইংল্যান্ড।

কয়েকজন রায় দিয়েছেন, সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজের জার্সি বিশ্বকাপ জার্সির চেয়ে ভালো ছিল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন