যে ১২ জুয়ারুকে ইংল্যান্ডে যেতে না করে দিলো আইসিসি!

  26-05-2019 12:09PM

পিএনএস ডেস্ক : চার বছর পর শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ক্রিকেট বিশ্বকাপ।ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বাদশতম এ আসর বসছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। ৩০ মে লন্ডনের ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯ বিশ্বকাপের। ৩০ মে থেকে শুরু হওয়া এ বিশ্বকাপ ১৪ জুলাই পর্যন্ত চলবে।বিশ্বকাপ সুষ্ঠুভাবে শেষ করার জন্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইসিসি।


সেই পথ ধরে বিশ্বকাপ যাতে আরও স্বচ্ছ হয় এবং ক্রিকেট সম্পর্কে সারা বিশ্বে ভালো ভাবমূর্তি তুলে ধরার জন্য অংশগ্রহণকারী প্রতিটা দলের সঙ্গে একজন করে দুর্নীতি দমন শাখার কর্মকর্তা নিয়োগ করেছে আইসিসি।

যারা অনুশীলন ম্যাচ থেকে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত সবসময় দলের সঙ্গে থাকবেন, যাতে ফিক্সিং বা কোনো দুর্নীতি বিশ্বকাপকে স্পর্শ করতে না পারে। খবর এএফপির। একই সঙ্গে ১২ জন ম্যাচ ফিক্সারকে আইসিসি সাবধান করে দিয়েছে বিশ্বকাপের সময় ইংল্যান্ডে না যেতে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন