ম্যাচ শেষে সাকিবকে নিয়ে মাশরাফির যে মন্তব্য

  09-06-2019 03:21AM

পিএনএস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সেঞ্চুরির পরও কার্ডিফে ইংল্যান্ডের কাছে ১০৬ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে মাশরাফি বললেন, “সাকিব এই অলরাউন্ডার ছন্দটা ধরে রাখবে, এটাই আশা।”

দলপতি বলেন, “সাকিব প্রথম ম্যাচ থেকে আমাদের জন্য ভালো করছে। তিন নম্বরে ব্যাটিং করছে, বোলিংয়ে অবদান রাখছে। আশা করি, এটা ধরে রাখবে।”

সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন ৭৫ রান। পরের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৬৪ রান। এবার খেললেন ১২১ রানের ইনিংস। তিন নম্বরে নেমে যা ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। বিশ্বকাপেও এটি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিন উইকেট পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার। তিন ম্যাচে সব মিলিয়ে ২৬০ রান করেছেন সাকিব।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন