রানে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

  14-06-2019 05:55PM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপের ১৯তম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই ওপেনার এভিন লুইসের উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের তৃতীয় ওভারে ক্রিস ওকসের গতির বলে স্ট্যাম্প ভেঙে যায় লুইসের। সাজঘরে ফেরার আগে ৮ বলে মাত্র ২ রান করার সুযোগ পান তিনি। প্রথম উইকেট হারানোর পর খানিকটা রানের গতি সচল হলেও ক্রিস গেইল ও শাই হোপের বিদায়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয়রা। তবে তিন উইকেট পতনের পর ইংলিশ বোলারদের কিছুটা সামলে নিয়েছেন পুরান ও হেটমায়ার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান। নিকোলাস পুরান ৪৬ ও শিমরন হেটমায়ার ৩৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা ম্যাচটি শুরু হয়েছে ইংল্যান্ডের সাউদাম্পটনে।

ইনজুরির কারণে দলের পেসার মার্ক উডকে নিয়ে সংশয় থাকলেও স্বাগতিকদের মূল একাদশের হয়ে মাঠে নেমেছেন তিনি। অন্যদিকে একাদশে তিন পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। এছাড়া একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার এভিন লুইস ও পেসার শ্যানন গ্যাব্রিয়েল।

ইংল্যান্ডের একাদশ :
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাফেট, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল, ওশানে থমাস।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন