সাকিব-লিটন-মাশরাফিকে প্রধানমন্ত্রীর ফোন

  18-06-2019 10:55AM

পিএনএস ডেস্ক : ক্যারিবিয়ানদের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে দুর্ধর্ষ টাইগাররা। এ জয়ের পর পরই বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা আর জয়ের নায়ক সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীতে ভালো খেলার জন্য শুভ কামনাও জানিয়েছেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজে খেলা উপভোগ করেছেন, প্রিয় জাতীয় দলের সন্তানতুল্য ক্রিকেটারদের জন্য দোয়াও করেছেন। শেষমেশ যখন জয় এলো নায়কদের সঙ্গে কথা না বলে পারলেন না তিনি।

উইন্ডিজদের দেয়া ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের লেগেছে মাত্র ৪১.৩ ওভার। সাকিব আল হাসানের বীরোচিত অপরাজিত ১২৪ রান এবং লিটন দাসের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এমন অসাধারণ জয়ের পরই বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি অভিনন্দনের জোয়ার বইতে শুরু করেছে বিশ্বজুড়ে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন