কী হলো প্রোটিয়াদের?

  19-06-2019 09:30PM

পিএনএস ডেস্ক : খাতা কলমে বেশ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা দল। শক্তিশালী বোলিং লাইন আপের পাশাপাশি ব্যাটিং লাইন আপটাও মন্দ না। হাশিম আমলা, ডু প্লেসি, ডি ককদের নিয়ে বেশ সাজানো দল নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছে তারা। তবে একের পর এক হার দেখা দলটি আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২৪১ রানে শেষ করেছে তাদের ইনিংস।

বিশ্বকাপের ২৫তম ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকাল তিনটায় টস হওয়ার কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় টস হতে বিলম্ব হয়। এরপর টসে হেরে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় নিশ্চিত করতেই হবে তাদের।

ব্যাট করতে নেমে রাশি ফন ডুসেন ও হামিশ আমলার অর্ধশতকে ভর করে মাত্র ২৪১ রানের সংগ্রহ পায় তারা। ডুসেন অপরাজিত ৬৭ ও আমলা করেন ৫৫ রান। আমলার নামের পাশে এক রেকর্ড রচিত হয়েছে। ৮ হাজার রান ক্লাবে নাম লেখিয়েছেন তিনি। এছাড়া মার্করাম করেন ৩৮ ও ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ৩৬ রান। নিউল্যান্ডের বোলাররা তুলে নেন ৬টি উইকেট। ৩টি নেন লকি ফার্গুসন আর ১টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ড, কলিন ডি গ্রান্ডহোম ও মিসেল সান্টনার।

এ পর্যন্ত নিউজিল্যান্ড চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যদিকে একমাত্র আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম অবস্থানে রয়েছে প্রোটিয়ারা। আসরে নিজেদের মেলে ধরতে আজকের ম্যাচটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার হাতে। তবে তাদের জয় কিছুটা সুবিধা এনে দিতে পারে বাংলাদেশকেও। বর্তমানে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে টাইগাররা। আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। যদিও আজকেরর ম্যাচে জয়ী হলে তারা চলে যাবে টেবিলের একবারে শীর্ষে। টাইগাররা সেমিফাইনাল নিশ্চিত করতে হলে তাদের পরের কোনো ম্যাচেই হারা যাবে না। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের হার তাদের জন্য সুযোগ বাড়াতে পারে। পরবর্তীতে বিশ্বকাপের টপ ফেবারিটদের মোকাবিলা করতে হবে কিউইদের-ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আজকের ম্যাচসহ পরবর্তী ম্যাচগুলোতে তারা হারের মুখ দেখলে সহজে পরের ধাপে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। নয়তো লড়াই হবে কঠিন। আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ম্যাশ বাহিনী। তাতে জয় এলে সেমিফাইলনালের সম্ভাবনা আরো বাড়বে।

দক্ষিণ আফ্রিকা একাদশ
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), রাশি ফন ডার সার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল পেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এবং ইমরান তাহির।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।


পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন