বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারের দ্বিতীয় সেঞ্চুরি

  20-06-2019 06:04PM

পিএনএস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে বরাবরের মত অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের এগার আসরের পাঁচবারই ট্রফি ঘরে তুলেছে দলটি।

অন্যদিকে,বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি টিম বাংলাদেশ। বিশ্বকাপে নিজেকে মেলে ধরেছেন ডেভিড ওয়ার্নার। তুলে নিলে ক্যারিয়ারের আরো একটি শতক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে ২১৯ রান।

ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ।ওপেনিংয়ে এসেই শতরানের উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ৯৯ বলে ছুঁয়েছে জুটির সেঞ্চুরি। এরই মধ্যে ওয়ার্নার তুলে নিয়েছেন ফিফটি। বাঁহাতি ব্যাটসম্যান শুরুতে রানের জন্য সংগ্রাম করছিলেন। একবার জীবনও পান। এরপর বাড়ান রান তোলার গতি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন ফিঞ্চ। নতুন বলে বোলিং শুরু করেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মুস্তাফিজুর রহমান। পরে রুবেল হোসেন, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজকে আক্রমণে এনেও জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ।

তবে ২১তম ওভারে সৌম্য সরকারের হাতে বল তুলে দেন টাইগার দলপতি। মিডিয়াম পেসে নিজের প্রথম ওভারেই অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সৌম্য।

অফ স্টাম্পে কিছুটা বাড়তি বাউন্সে লাফিয়ে ওঠা বলে শর্ট থার্ডম্যানে রুবেল হোসেনের হাতে ক্যাচ দেন ফিঞ্চ। এটি সৌম্যর দ্বিতীয় ওয়ানডে উইকেট। ৫১ বলে অস্ট্রেলিয়া অধিনায়ক করেন ৫৩ রান। তিন নম্বরে নেমেছেন উসমান খাজা।

নিষেধাজ্ঞা থেকে ফিরে জ্বলে উঠেছেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পান এ অজি ব্যাটসম্যান।

১০৮ রানে ব্যাট করছেন ওয়ার্নার ও ৪১ রানে খাজা।

অজি বধে দুই পরিবর্তনে মাঠে নেমছে টিম টাইগার। ইনজুরির কারণে সাইফউদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। মোসাদ্দেকের স্থানে সাব্বির রহমান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন