এখনও সেমিফাইনালের সুযোগ আছে বললেন তামিম

  21-06-2019 09:53PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল বলেছেন, আমাদের এখনো সেমিফাইনালে খেলার সুযোগ আছে। পরের তিনটি ম্যাচে জিততে পারলে আমাদের সুযোগ সৃষ্টি হবে।

বৃহস্পতিবার খেলা ইংল্যান্ডের নটিংহামে তামিম ইকবাল আরও বলেন, আমাদের হাতে এখনো তিনটি ম্যাচ আছে। আমাদের ভালো খেলতে হবে। কঠিন হবে নিশ্চিত। তিনটি ম্যাচ জিতলেও আমাদের অন্যদলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। তবে ভাগ্য ফেবার করলে এখনও সেমিফাইনালে খেলা সম্ভব।

জাতীয় দলের এ ওপেনার ইএসপিএনক্রিকইনফোকে আরও বলেন, আমরা সবশেষ দুই ম্যাচে ৩২২ রানের বেশি করেছি। আমার বিশ্বাস শেষ দুই ম্যাচে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেভাবে খেলতে পারলে ভারত-পাকিস্তানকে হারানো অসম্ভব কিছু নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮২ রানের পাহাড় ডিঙাতে নেমে লড়াই করেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। অসিদের বিপক্ষে ৪৮ রানের পরাজয় নিয়ে তামিম বলেন, আমরা হয়ত পরিকল্পনা মতো খেলতে পারিনি। ম্যাচে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু ভাগ্য আমার পক্ষে ছিল না।

সবশেষ ছয় ম্যাচে ৫ পয়েন্ট অর্জন করে টেবিলের পাঁচ নম্বর পজিশনে আছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে পরের তিন ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারাতে হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন