নাটকীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিউ জিল্যান্ড

  23-06-2019 08:41AM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপে রোমাঞ্চকর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে নিউ জিল্যান্ড।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার কার্লোস ব্র্যাথওয়েটকে থামিয়ে ৫ রানের জয় তুলে নেয় কিউইরা।

কেন উইলিয়ামসনের ক্যারিয়ার সেরা ১৪৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৯১ রান ব্লাক ক্যাপসরা। জবাবে এক ওভার বাকি থাকতে ২৮৬ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।

প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৪৮ রান করেন উইলিয়ামসন। চমৎকার এই ইনিংস তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়। এছাড়া রস টেইলর ৬৯, ল্যাথাম ১২, নিশাম ২৮, ডি গ্র্যান্ডহোম ১৬, স্যান্টনার ১০ রান করেন। আর দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মানরো পান গোল্ডেন ডাক।

৫৬ রান দিয়ে চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার কটরেল। কার্লোস ব্র্যাথওয়েট নেন দুটি।

জয়ের জন্য খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্র্যাথওয়েট সর্বোচ্চ ১০১ রান করেন। এছাড়া ক্রিস গেইল ৮৭, শেমরন হেটমায়ার ৫৪, শাই হোপ, নিকোলাস পুরান ও অ্যাশেল নার্স প্রত্যেকে ১ করে রান করেন। আর জেসন হোল্ডার ও এভিন লুইস পান গোল্ডেন ডাক।

বাঁহাতি পেসার বোল্ট ৪ উইকেট নেন ৩০ রানে। ফার্গুসন ৫৯ রানে নেন তিনটি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন