মাশরাফির চোখ এখন.....

  25-06-2019 03:09PM

পিএনএস ডেস্ক : আফগানিস্তানকে হারিয়ে এবার মিশন ভারত-পাকিস্তান। সোমবার নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানকে ৬২ রানে হারায় টাইগাররা। তবে এবার ভারত ম্যাচের দিকে চোখ দিতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সমর্থকদের বলতে চাই। আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্ট করবো ভারত ও পাকিস্তান ম্যাচে।’

সোমবার আফগানিস্তানের জয়ে নায়ক সাকিব আল হাসান। ব্যাটে বলে সমান নৈপূর্ণ দেখিয়েছেন এই তারকা অলরাউন্ডার। ম্যাচ শেষে সাকিবকে প্রসংশায় ভাসান মাশরাফি। তিনি বলেন, ‘সাকিব চমৎকার খেলেছে।

সে ম্যাচে রান করেছে, বোল হাতে উইকেট নিয়েছে।’
এবারের আসরে দুর্দান্ত সাকিব ব্যাট হাতে দুটি সেঞ্চুরি তুলে নিয়েছে। আর তিনটি হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন তিনি। বিশ্বকাপে সর্বোচ্চ ৪৭৬ রান সংগ্রহ করেছেন এই অলাউন্ডার।

আফগানিস্তানের বিপক্ষে দলের পারফরমেন্সে খুশি টাইগার দলপতির। দলের পারফরমেন্স নিয়ে মাশরাফি বলেন, ‘দলের সবাই ভালো খেলেছে। সাকিব ও মুশফিকের দুর্দান্ত জুটি গড়েছিল সেটা গুরুত্বপূর্ণ। তামিম ভালো ব্যাটিং করেছে। এবং রিয়াদও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন