ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

  11-07-2019 03:42PM

পিএনএস ডেস্ক :আইসিসি বিশ্বকাপের ১২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্ধী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

দুই দলের মধ্যে এগিয়ে থেকেই মাঠে নামছে অজিরা। বিশ্বকাপের সেমিফাইনালে শতভাগ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। আজ পর্যন্ত ৬ বার খেলে প্রতিবারই তারা জায়গা করে নিয়েছে ফাইনালে। সেই ধারা অব্যাহত রাখতে বৃহস্পতিবার (১১ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া।

একাধিক ইনজুরি সমস্যায় জর্জরিত অসিরা একাদশে ১টি পরিবর্তন নিয়ে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে নামছে। উসমান খাজার পরিবর্তে একাদশে আজ দেখা যাবে পিটার হ্যান্ডসকম্বকে। অন্যদিকে, কোনো পরিবর্তন না এনেই একাদশ সাজিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ :
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ।

অস্ট্রেলিয়া একাদশ :
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কোস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনডর্ফ, নাথান লিওন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন