এবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট জেসন রয়

  11-07-2019 09:47PM

পিএনএস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আউট হওয়া বলটি নো ছিল- সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে তোলপাড়ের মধ্যে এবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হলেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। দুর্দান্ত বল করতে থাকা এই ইংলিশ ওপেনার তখন ৬৫ বলে ৮৫ রানে অপরাজিত।

এমন সময় প্যাট কামিন্সের একটি লাফিয়ে উঠা জেসন রয়ের গ্লাভসের পাস দিয়ে চলে যায়। কিন্তু উইকেটরক্ষক ক্যারি বলটি ধরে জোরালো আবেদন করলে তাতে সাড়া দেন লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা।

যে সিদ্ধান্ত মেনে নিতে পারেননি জেসন রয়। তিনি বারবার বলে ব্যাট না লাগার কথা জানালেও তাতে কোনো কর্ণপান করেননি ফিল্ড আম্পায়াররা। পরে এক প্রকার বাধ্য হয়ে মাঠ ছাড়েন রয়। পরে রিভিউতে দেখা যায় বল তার গ্লাভস কিংবা ব্যাট কোনোটাই স্পর্শ করেনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন