সুজন জানেন না তিনি কী হিসেবে আছেন

  17-07-2019 07:42PM

পিএনএস ডেস্ক : আকরাম খান বলেছিলেন, শ্রীলঙ্কা সফরে তাঁরা চালিয়ে নেবেন খালেদ মাহমুদকে দিয়ে। মাহমুদ আজ আবার জানালেন, বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ দলে তাঁর ভূমিকা কী বিশ্বকাপ থেকে ফেরার পর ১০ দিনের বিরতি ছিল। অবশ্য কেউ কেউ এ বিরতিতেই চলে এসেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। নিজ উদ্যোগে অনুশীলন করেছেন। তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শ্রীলঙ্কা সফরের অনুশীলন। বিকেল ৩টায় যদিও পুরো দলকে দেখা গেল না। এসেছেন সাত ক্রিকেটার। তবে আজ অনুশীলন সেশনটা খালেদ মাহমুদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।

দুদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে মাহমুদকে দিয়ে চালিয়ে নেওয়ার কথা ভাবছেন তাঁরা। মাহমুদের অধীনেই আজ অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। কিন্তু সংবাদমাধ্যমকে আজ বাংলাদেশ দলের অন্তর্বর্তী কোচ অবাক করা তথ্যই জানালেন, ‘আমার সঙ্গে এখনো কোনো কথা হয়নি এ ব্যাপারে। বোর্ড আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। আকরাম ভাই আমাকে বলেছেন, তুই আপাতত দেখাশোনা কর। যেহেতু এখন আমাদের কোচ নেই। এ কারণে দেখাশোনা করা। বোর্ড এখন পর্যন্ত আমার সঙ্গে অফিশিয়ালি যোগাযোগ করেনি।’

মাহমুদ যোগ করেছেন, ‘সবচেয়ে বড় কথা, আমি এত দিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছি। দেশের স্বার্থে আমি সব সময়ই কাজ করি। দেশের প্রয়োজনে আমি কাজ করছি। তবে এখনো আমার সঙ্গে সেভাবে যোগাযোগ হয়নি। এখনো জানি না, কী হিসেবে আছি। এর মধ্যে আমরা নতুন কোচ পেয়েও যেতে পারি। এমন যদি হয়, তাহলে তো ভালোই। আপাতত এই দুই-তিন দিন ট্রেনিং সেশনে কাজ করব। যাওয়ার আগে বোঝা যাবে কী হবে না হবে। আপাতত যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই করছি। যেহেতু দলের সঙ্গে থাকি, কোচ হিসেবে না থাকলেও ম্যানেজার হিসেবে থাকতাম। দায়িত্বে তো থাকিই। ওইভাবেই আসলে আর যেহেতু আকরাম ভাই বলেছেন। সেভাবেই কাজ করছি।’

তার মানে মাহমুদ নিজেই পরিষ্কার নন, বাংলাদেশ দলে তাঁর ভূমিকা কী। তিনি অবশ্য আগ থেকেই বলে আসছেন, স্বল্পমেয়াদে কাজ করতে আগ্রহী নন। কিন্তু সেই স্বল্প মেয়াদেই তো কাজ করছেন। মাহমুদ আবারও বললেন, এভাবে কাজ চালিয়ে যাওয়া কঠিন, ‘সব কোচের স্বল্প মেয়াদে কিংবা দীর্ঘ মেয়াদে পরিকল্পনা থাকে। স্টিভ রোডস যখন বাংলাদেশে এসেছিল তার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভালো যায়নি। এরপর কিন্তু বাংলাদেশ তার অধীনে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে। ভালো পরিকল্পনা করতে সময়ের প্রয়োজন হয়। যে কোনো কোচের কাছে এ সময়টা থাকে। যদিও আমি বাংলাদেশ দলের পরিকল্পনা সম্পর্কে জানি। দলের সঙ্গে আমি এত দিন ধরে আছি। তবুও দীর্ঘ সময় সুযোগ পেলে যে কোনো মানুষের জন্য কাজ করতে সুবিধা হয়।’

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল পাচ্ছে না সাকিব আল হাসান ও লিটন দাসকে। লঙ্কানদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে যে দলটা দেওয়া হয়েছে মাহমুদ অবশ্য তাতে সন্তুষ্ট, ‘এটা আমাদের সম্ভাব্য সেরা দল। যেহেতু নির্বাচকেরা দিয়েছেন অবশ্যই এটা সেরা। সবাই অভিজ্ঞ, অবশ্যই এই দল নিয়ে ভালো করা সামর্থ্য আছে আমাদের।’

বাংলাদেশ অনুশীলন করবে কাল-পরশু। শনিবার মাশরাফিরা রওনা দেবেন শ্রীলঙ্কায়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন