অধিনায়কদের যে ছাড় দিল আইসিসি!

  20-07-2019 11:11AM

পিএনএস ডেস্ক : ওভার রেটের কারণে জরিমানার খড়গে পরার ঘটনা অধিনায়ক কিংবা ক্রিকেটারদের জন্য নতুন কোনো ঘটনা নয়।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষ করার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে অতিরিক্ত সময়ের জন্য জরিমানা গুনতে হতো ক্রিকেটারদের।

বিশেষ করে শ্বাসরুদ্ধকর ম্যাচগুলোতে এমন ঘটনা বেশি হয়ে থাকে। তবে ফিল্ডারদের চেয়ে বেশি জরিমানা গুনতে হতো দলের অধিনায়ককে।

এখানেই শেষ নয়। কখনো কখনো সেই শাস্তি গড়াতো নিষেধাজ্ঞা পর্যন্ত। এবার সেই নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। এখন থেকে স্লো ওভার রেটের কারণে অধিনায়কদের নিষেধাজ্ঞার মতো শাস্তি দেবে না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

১৮ জুলাই, বৃহস্পতিবার লন্ডনে আইসিসির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের স্লো ওভার রেটের কারণে ভিন্ন মাত্রার এক শাস্তির বিধান করা হয়েছে আইসিসির সভায়।

আইসিসির পরিবর্তিত নিয়মানুযায়ী, আগামী ১ আগস্ট থেকে স্লো ওভার রেটের কারণে আর কোনো নিষেধাজ্ঞা পেতে হবে না অধিনায়কদের। এমনকি অধিনায়কের জরিমানাও করা হবে দলের অন্যান্য খেলোয়াড়দের সমান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন