কোরবানির গরুর ছবি পোস্ট দিয়ে বেকায়দায় সরফরাজ

  09-08-2019 12:56PM

পিএনএস ডেস্ক: বিতর্ক আর সরফরাজ আহমেদের নামটি যেন সমান্তরালে চলে। কেউ যেন কাউকে ছাড়তে চায় না। তাই তো কোনও না কোনও কাণ্ড ঘটিয়ে কদিন পর পরই খবরের শিরোনাম হন এই পাকিস্তানি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

এবার কোরবানির গরুর ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন তিনি। আগামী ১২ আগস্ট পাকিস্তানে উদযাপিত হবে ঈদুল আজহা।

খুশির সেই ঈদকে সামনে রেখে আগভাগেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কোরবানির গরুর ছবি পোস্ট করেছেন সরফরাজ।

ছবির ক্যাপশনে পাকি অধিনায়ক লিখেছেন, ‘জোরকদমে প্রস্তুতি চলছে। সবই প্রায় তৈরি। কোরবান হতে আমার বাচ্চাও প্রস্তুত। আল্লাহতায়ালা আমাদের সবার প্রস্তুতি সাদরে গ্রহণ করুন।’

বিশ্বকাপে ভারতের কাছে লজ্জাজনকভাবে হারের পর সমর্থকদের সমালোচনা আর রোষানলে পড়েছিলেন সরফরাজ। এবার কোরবানির গরুর ছবি পোস্ট করে সেই বিতর্ক আরও উস্কে দিলেন তিনি।

সদ্য পাকিস্তানের হেড কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়া মিকি আর্থারও সরফরাজকে দলনায়কের পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন। এবার আর্থারের সঙ্গে যোগ হলেন খোদ পাকিস্তানি সমর্থকরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন