ফুটবলকে বিদায় জানালেন তোরেস, ইনিয়েস্তার খোলা চিঠি

  24-08-2019 11:24AM


পিএনএস ডেস্ক: চিরদিনের জন্য পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন ফার্নান্দো তোরেস। জাতীয় দলের জার্সি এবং ইউরোপীয় ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা।

পেশাদার ফুটবলের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তোরেস। কিন্তু বিদায়টা ভাল হয়নি ৩৫ বছর বয়সী স্ট্রাইকারের। হার দিয়ে বুট জোড়া চিরতরে তুলে রাখলেন তিনি। জাপান লিগে তার জাতীয় দলের সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও ডেভিড ভিয়ার ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ৬-১ ব্যবধানে হেরেছে তোরেসের সাগান তোসু।

অবসরের সময় আবেগাপ্লুত তোরেস বলেন, ‘শেষ ম্যাচ খেলার জন্য আমি একটি আইকনিক মুহূর্ত খুঁজছিলাম এবং আমি মনে করি এটাই নিখুঁত সময়।’

বিদায়ের দিনে তোরেসকে একটি খোলা চিঠি লিখেছেন ইনিয়েস্তা। যেখানে লেখা, ‘এটা অসাধারণ এক ভ্রমণ। এটা আমাদের পৃথিবীর প্রতিটি কোণে নিয়ে গেছে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন