আইরিশ নারীদের হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  05-09-2019 06:40PM

পিএনএস ডেস্ক : আইরিশ নারীদের ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূল আসরের টিকেট কেটেছে টাইগ্রেসরা।

বৃহস্পতিবার বাছাইপর্বের সেমিফাইনালে মুখোমুখি হয় ‘এ’ গ্রুপের শীর্ষ দল বাংলাদেশ ও ‘বি’ গ্রুপের রানার্স-আপ আয়ারল্যান্ড। স্কটল্যান্ডের ড্যান্ডিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে আইরিশ মেয়েরা।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে ইমিয়ার রিচার্ডসন ও লরা ডিলানির ব্যাট থেকে। এছাড়া ওর্লা প্রেন্ডারগাস্ট করেন ১০ রান। এই তিনজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। টাইগ্রেসদের হয়ে ১৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাতিমা খাতুন।

জবাবে ব্যাট হাতে সানজিদা ইসলামের অপরাজিত ৩২ রানের সুবাদে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বাছাইপর্বের দুই ফাইনালিস্ট সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন