অবশেষে নেইমার প্রসঙ্গে মুখ খুললেন মেসি

  12-09-2019 02:57PM


পিএনএস ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বর্তমান দল প্যারিস সেন্ট জার্মেইয়েই (পিএসজি) রয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। যদিও তাকে দলে ভেড়াতে পূর্বের ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস কম জল ঘোলা করেনি। কিন্তু শেষ পর্যন্ত পিএসজিতে থাকতেই বাধ্য হলেন নেইমার।

তবে নেইমারও চেয়েছিলেন পুরনো ক্লাব বার্সায় ফিরে যেতে। এদিকে দলের অধিনায়ক ও নেইমারের কাছের বন্ধু লিওনেল মেসি তো মনে করেন, ক্লাব আরও একটু এগিয়ে আসলে হয়তো ব্রাজিলিয়ান তারকাকে ফেরানো সম্ভব হতো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘নেইমার ক্লাবে ফিরে আসলেই আমি খুশি হতাম। আমি জানি না নেইমারকে ফেরাতে বার্সেলোনা সবকিছুই কি করেছিল? এটাও সত্য পিএসজির সঙ্গে আলোচনার বিষয়টি সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘স্পোর্টিং লেভেল থেকে যদি বলি, নেইমার বিশ্বের সেরা একজন ফুটবলার। তাকে ঘিরে একটি ক্লাবের ইমেজ স্বত্ব ও স্পন্সরের বিষয়গুলোও জড়িয়ে থাকে। তবে নেইমারকে কিনতে আমি কখনো সরাসরি কিছু বলিনি। এর আগে আমি নিজের কিছু মতামত দিয়েছিলাম মাত্র।’

মেসি আরও যোগ করেন, ‘নেইমার ফিরে না আসায় আমি হতাশ নই। আমাদের অসাধারণ একটি স্কোয়াড রয়েছে। যারা সবকিছুর জন্য প্রতিযোগিতা করতে পারে, এমনকি নেইমারকে ছাড়াও।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন