জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

  13-09-2019 09:02PM

পিএনএস ডেস্ক : বাজে সময় কাটিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করার আশায় সুন্দর শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে দুর্বল দল হওয়ায় বাড়তি সুবিধা। সেই সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে ৬৩ রানের মাঝেই সফরকারীদের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০.২ ওভারে ৫ উইকেটে ৬৫ রান।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে পৌনে দুই ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমে অধিনায়ক সাকিব আল হাসান বোলিং ওপেন করেন। বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন ব্রেন্ডন টেইলর। দ্বিতীয় ওভার তথা অভিষিক্ত তাইজুলের প্রথম ওভারের প্রথম বলেই ব্রেক থ্রু পায় বাংলাদেশ। তার বলে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন ৬ রান করা টেইলর

এরপর বোলিংয়ে এসেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তাকে পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে মোসাদ্দেক হোসেনের তালুবন্দি হন ক্রেইগ আরভিন (১১)। ভাঙ্গে ৪৪ রানের জুটি। ডানা মেলতে শুরু করেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। মোহাম্মদ সাইফ উদ্দিনের বলে চমৎকার এক ডাইভিং ক্যাচে জিম্বাবুয়ে অধিনায়ককে ৩৪ রানে থামান সাব্বির রহমান। মোসাদ্দেক বোলিংয়ে এসেই কট অ্যান্ড বোল্ড করেন শন উইলিয়ামসকে (২)। সাকিব-মুস্তাফিজের যৌথ প্রচেষ্টায় টিমিচেন মারুমা (১) রান-আউট হলে ৬৩ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে।

প্রায় ৯ মাস পর আবারো আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বৃষ্টির কারণে ওভার কর্তন করা হয়েছে। ২০ ওভারের ম্যাচ নেমে এসেছে ১৮ ওভারে। সাম্প্রতিক পারফরম্যান্স পক্ষে কথা না বললেও, হোম অব ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করবে টাইগাররা। এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন