১৪৫ রান করতে হবে বাংলাদেশকে

  13-09-2019 09:46PM

পিএনএস ডেস্ক : বাজে আবহাওয়ায় ত্রিদেশীয় সিরিজে আজ প্রথম ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে। ম্যাচের দৈর্ঘ্যও কমিয়ে আনা হয় ১৮ ওভারে। আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই তুলে নিয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রেন্ডন টেলরকে। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টি সংস্করণে অভিষেক ঘটেছে তাইজুলের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৫ উইকেটে ৬৪ রান তুলেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ইনিংসে দ্বিতীয় ওভারে বল করতে আসেন তাইজুল। প্রথম বলেই টেলরকে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত করেন বাঁ হাতি এ স্পিনার। সপ্তম ওভারে ক্রেগ আরভিনকে তুলে নেন পেসার মোস্তাফিজুর রহমান। তাঁকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন আরভিন (১১)। এরপর অষ্টম, নবম ও দশম ওভারে উইকেটের দেখা পেয়েছে সাকিবের দল। মোহাম্মদ সাইফউদ্দিনের করা অষ্টম ওভারে হ্যামিল্টন মাসাকাদজাকে দুর্দান্ত ক্যাচে পরিণত করেন সাব্বির রহমান। মিড অফে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নেন তিনি। ২৬ বলে ৩৪ রান করে ফিরেছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

পরের ওভারে প্রথম বলেই উইকেটের দেখা পান মোসাদ্দেক হোসেন। তাঁর স্পিনে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান শন উইলিয়ামস। আর দশম ওভারে অযথা রান নিতে গিয়ে রান আউট হন টিমিচেন মারুমা। সাকিব–মোস্তাফিজ যৌথ প্রযোজনায় এ উইকেটের দেখা পায় বাংলাদেশ।

চলতি বছর এটাই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের ক্ষত মোচনে এ সিরিজে ভালো করতে মরিয়া সাকিব আল হাসানের দল। বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো এর আগে বলেছেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘রোডম্যাপ’ শুরু হচ্ছে এ সিরিজ দিয়ে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন