গার্দিওলাকে কোচ হিসেবে না পাওয়ার আক্ষেপ রুনির

  14-09-2019 09:01AM


পিএনএস ডেস্ক: ইংল্যান্ডের ‍জার্সিতে ছয়টি প্রধান টুর্নামেন্টে অংশগ্রহণ করেও কিন্তু থ্রি লায়ন্সদের হয়ে কখনো কোয়ার্টার ফাইনালের বাধা পার করাতে পারেননি ওয়েইন রুনি। নিজ দলের একজন ভালো কোচের যে অভাব ছিল তা ফুটে ওঠেছে রুনির মুখে।

৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড দাবি করেছেন, সোনালি প্রজন্মের সময় যদি সাবেক বার্সা ও বর্তমানে ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলা ইংল্যান্ডের কোচ হিসেবে থাকতেন তবে থ্রি লায়ন্সরা অনেক শিরোপা জিততে পারতো।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মনে করেন, এক দশক আগে ইংল্যান্ডের যে সোনালি প্রজন্ম ছিল তা ছিল বিশ্বের সেরা স্কোয়াড। সেই সময়ের কথা বলতে গিয়ে রুনি জানান, ‘আমাদের দশ বছর আগের দলের দিকে তাকান এবং যৌক্তিকভাবে আমারা ছিলাম বিশ্ব ফুটবলের সেরা দল। রিও ফার্দিনান্দ, জন টেরি, অ্যাশলে কোল, স্টিভেন জেরার্ড, পল স্কোলস, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ডেভিড বেকহাম, আমি, মাইকেল ওয়েন আমাদের দলে ছিল। আমাদের দলে যদি গার্দিওলা কোচ থাকতো, আমরা সব জিততে পারতাম, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন