উয়েফা চ্যাম্পিয়নস লিগে হেরেছে চেলসি ও লিভারপুল

  18-09-2019 06:45AM

পিএনএস ডেস্ক:উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে অল-ব্লুজ শিবির।

স্ট্যাম্পফোর্ড ব্রিজে ম্যাচের ৮ মিনিটের মাথায় চেলসির শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার সাবেক বার্সা গোলরক্ষক জেসপার সিলিসেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোর লাইনে।

বিরিতির পর গোলের দেখা পায় ধীরে ধীরে গুছিয়ে নেওয়া ভ্যালেন্সিয়া। ৭৪ মিনিটে দানি পারেহোর নেওয়া বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক ছুটে গিয়ে বাম পায়ের স্পর্শে বল জালে পাঠান রদ্রিগো মোরেনো।

অন্যদিকে পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ইতালিয়ান ক্লাব নাপোলির কাছে ২-০ গোলে হেরেছে ইংলিশ জায়ান্টরা।

প্রথমার্ধ গোল শূন্যভাবেই শেষ হয়। বিরতির পর বেশ কয়েকটি গোলে সুযোগ হাতছাড়া করে লিভারপুল। ফিনিশিংয়ের কারণে গোল বঞ্চিত হয় তারা।

ম্যাচের ৮২তম মিনিটে ডি-বক্সে অ্যান্ড্রু রবার্টসন কায়োহনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি পায় নাপোলি। স্পট কিক থেকে দলকে ১-০ গোলে এগিয়ে দেন মার্টেন্স।

সমতায় ফিরতে মরিয়া লিভারপুলের ডিফেন্স কিছুটা নড়বড়ে হয়ে যায়। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি নাপোলি। ম্যাচের শেষ দিকে ইনজুরি সময়ে ফারনান্দো লরেন্তে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন