নাজমুলের পর ফিরলেন লিটনও

  18-09-2019 07:09PM

পিএনএস ডেস্ক :আগের দুই ম্যাচে বড় রান পাননি লিটন দাস। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ঝোড়ো শুরু দিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ ওপেনার। ইনিংসের প্রথম ওভারে শান্তই ছিলেন লিটন। পরের ওভারে দুটি চার মারেন তিনি। স্পিনার এইনস্লে এনডলোভু তৃতীয় ওভারে ফিরলে তাঁর ওপর দিয়ে ঝড়টা চালান লিটন। তাঁর প্রথম তিন বলেই দুই ছক্কা ও এক চারে শুরু করেন লিটন। সব মিলিয়ে তৃতীয় ওভারে এসেছে ২১ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান তুলেছে বাংলাদেশ। লিটনের সঙ্গে ওপেন করতে নেমেছেন নাজমুল হোসেন। এর আগে টস হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ।দলে মোট তিন পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটছে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। এর আগে তিনটি ওয়ানডে খেলেছেন তিনি।


দুই ম্যাচ খেলে এ পর্যন্ত এক জয় ও এক হার তুলে নিয়েছে বাংলাদেশ। সবশেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে সাকিবের দল। ফাইনালে ওঠার পথ পরিষ্কার করতে আজকের ম্যাচে জয় চাই স্বাগতিকদের। আফগানিস্তানের সঙ্গে গ্রুপপর্বে এখনো এক ম্যাচ বাকি বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ,মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আমিনুল ইসলাম,মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন