নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  21-09-2019 06:32PM

পিএনএস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে দুই ফাইনালিস্ট ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে। নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফলে টস হেরে ব্যাট করবে আফগানরা।

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। ইনজুরিতের পরে মাঠে নামতে পারছে না গত ম্যাচে অভিষিক্ত আমিনুল ইসলাম বিপ্লব। তার স্থানে স্কোয়াডে ফিরেছেন সাব্বির রহমান।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি অনেকটাই মর্যাদা রক্ষার। আফগানিস্তানের বিপক্ষে আজ হারলে গ্রুপপর্বে এই প্রতিপক্ষকে হারাতে না পারার রেকর্ড নিয়েই ফাইনালে খেলতে হবে টাইগারদের। সেক্ষেত্রে শিরোপা জেতার ম্যাচে বাড়তি চাপে পড়ে যাবে সাকিব আল হাসানের দল।

আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। রশিদ খানদের বিপক্ষে এ ম্যাচটি নিয়মরক্ষার হলেও গুরুত্বসহকারে নিচ্ছেন সাকিব আল হাসানরা। ফাইনালের আগে আফগানদের হারিয়ে ফুরফুরে মেজাজে থাকতে চায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসাইন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, শফিউল্লাহ শফি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মাদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আসগর আফগান, করিম জানাত, নাবিদ উল হক, মুজিব উর রহমান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন