বেনজেমার গোলে রিয়ালের কষ্টার্জিত

  23-09-2019 09:49AM


পিএনএস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে হারের পর সেভিয়ার মাঠে নামে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

রাশিয়া বিশ্বকাপের সময় বিতর্কিতভাবে স্পেনের জাতীয় দলের কোচ থেকে বরখাস্ত হওয়ার পর রিয়ালের দায়িত্ব কাঁধে নেন লোপেতেগি। সেখানেও নিজের চাকরি বাঁচাতে পারেননি ৫৩ বছর বয়সী কোচ। ২০১৮-১৯ মৌসুম শেষ হওয়ার আগেই তাকে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে হয়। চলতি মৌসুমে তিনি যোগ দিয়েছেন সেভিয়াতে।

কিছু সময় রিয়ালে কাটানোর ফলে সার্জিও রামোস-গ্যারেথ বেলদের নাড়ি নক্ষত্র প্রায় চেনা লোপেতেগির। যার কারণে হয়তো তার শিষ্যরা দুর্দান্তভাবে আটকে রাখার পাশাপাশি দারুণসব আক্রমণে ব্যতিব্যস্ত করে রেখেছিল অলহোয়াইটদের শিবির। বল পজিশন থেকে শুরু করে পাস, গোলমুখে শট; সব জায়গায় এগিয়ে ছিল সেভিয়া।

কিন্তু বেনজেমাকে আর আটকে রাখা যায়নি। ৬৪ মিনিটে হেড থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের বাকী সময় এ ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় জিনেদিন জিদানের দল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন