সমতায় শেষ জার্মানি-আর্জেন্টিনা লড়াই

  10-10-2019 10:54AM

পিএনএস ডেস্ক:অর্জেন্টিনা ও জার্মানির রোমাঞ্চকর লড়াই অবশেষে সমতায় শেষ হয়েছে। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে প্রীতি ম্যাচটি ২-২ ড্র হয়েছে।

সের্গে জিনাব্রির গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছিলেন জার্মানির কাই হাভার্টস। আর লুকাস আলারিও ব্যবধান কমানোর পর অভিষিক্ত লুকাস ওকামপোসের গোলে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

চোটের কারণে জার্মানি অনেকটা দ্বিতীয় সারির দলে পরিণত হলেও তাদের প্রথমার্ধের পারফরম্যান্সে তা বোঝার উপায় ছিল না। ম্যাচে ১৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে জার্মানিকে এগিয়ে দেন মিডফিল্ডার জিনাব্রি। আর ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

বিরতির পর ৬৬তম মিনিটে ফরোয়ার্ড লুকাস আলারিও গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরে আর্জেন্টিনা। আর ৮৫তম মিনিটে দারুণ গোছানো আক্রমণে সমতা টানে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোনাকুনি শটে গোলটি করেন সেভিয়া মিডফিল্ডার ওকামপোস।

এতে লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও সের্হিও আগুয়েরোর অনুপস্থিতিতে খেলতে নেমে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের সমতূল্য এক ড্রয়ের আনন্দে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন