সড়ক দূর্ঘটনায় ৪ ভারতীয় হকি খেলোয়াড় নিহত

  14-10-2019 07:25PM

পিএনএস ডেস্ক : ভারতের জাতীয় পর্যায়ের চার হকি খেলোয়াড় সড়ক দূঘটনায় মারা গেছেন। এছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ভারতের মধ্যপ্রদেশে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

তারা ধ্যাঁনচাদ ট্রফিতে অংশ নিতে রওনা দিয়েছিলেন। রাইসুলপুর নামক স্থানে দূর্ঘটনার শিকার হন তারা।

নিহত খেলোয়াড়রা হলেন ইন্দোরের শাহনেওয়াজ খান, ইটারসির আদর্শ ছাবুরা, জব্বলপুরের আশিষ লাল, গোয়ালিয়রের অনিকেত। তারা ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করা হয়েছে। আহতদের স্থানীয় হেসেঙ্গাবাদে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়ি খুব দ্রুতগতিতে চলছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, বেশি যাত্রী নিয়ে দ্রুতগতিতে চলায় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।

স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ এই দূর্ঘটনা ঘটে। যারা নিহত হয়েছেন সবারই বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তারা ভুপালের এমপি হকি একাডেমির হয়ে খেলেন। মধ্যপ্রদেশের মূখ্যমন্ত্রী কমল নাথ মর্মান্তিক এই দূর্ঘটনায় মর্মাহত হয়েছেন। তার পরিবারকে সর্বাত্মক সহযোহিতা দেওয়ার কথা বলেছেন তিনি।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন