ঢাকার যানজটকে ‘ধন্যবাদ’ দিলেন ফিফা সভাপতি

  17-10-2019 05:01PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশে এসে যানজটের অভিজ্ঞতা হবে না- এমনটা যেন হতেই পারে না। প্রতিদিন যানজটে নাকাল হয় রাজধানীবাসী। নষ্ট হয় প্রচুর কর্মঘণ্টা। এবার বাংলাদেশে এসে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এরপর দুপুরে সংবাদ সম্মেলনে তিনি ঢাকার যানজট নিয়ে রসিকতাও করেছেন।

আজ বৃহস্পতিবার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইনফান্তিনো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতের পর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। পুরো সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবলের উন্নয়নে বাংলাদেশের নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি।

তিনি বলেন, 'সত্যি বলতে আমি এমন একটি দেশকে খুঁজে পেয়েছি যেখানে শুধু ফুটবল খেলাই হয় না, এখানকার মানুষের স্বপ্নই ফুটবল। আর এটাই ফিফার মূল উদ্দেশ্য। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। সেখানে ফুটবল নিয়ে তার সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে।'

ইনফান্তিনো বলেন, বাংলাদেশের ফুটবল দিনে দিনে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী ফুটবল। এছাড়া সম্প্রতি ছেলেরা ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। যা ইতিবাচক। এসময় তিনি রাজধানীর ট্রাফিক জ্যাম নিয়ে রসিকতা করে বলেন, 'ঢাকার ট্রাফিক জ্যামকে ধন্যবাদ। সেখানে বসে আমি সভাপতির সঙ্গে ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।'

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন