১১ দফা দাবি : অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ!

  21-10-2019 03:46PM

পিএনএস ডেস্ক : ১১ দফা দাবিতে আন্দোলনে নামলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সমস্ত ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাদের এসব দাবির মধ্যে পারিশ্রমিকসহ দেশের ক্রিকেটের কিছু নীতি নির্ধারণী বিষয় পরিবর্তনের কথা বলা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণেই এই ক্ষোভ। তাদের মতে, দেশের ক্রিকেট ঠিকভাবে চলছে না। সম্প্রতি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি প্রথা বিলুপ্ত করেছে বিসিবি। তাছাড়া ক্রিকেটারদের সম্মানী কমিয়ে দেওয়া হয়েছে। জাতীয় লিগেও চলছে নানা অনিয়ম। এসব নিয়ে ক্রিকেটাররা ধর্মঘটে যেতে পারেন বলে শোনা যাচ্ছে।

এগুলোসহ আরও অনেক দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। এতে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। সোমবার বিকালে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি ১ লাখ টাকা দাবি করেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার।

এসময় তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, রুবেল, আবু হায়দার, সাব্বির থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন ঘরোয়া ক্রিকেটাররাও। মাশরাফি বিন মুর্তজাও যোগ দিতে পারেন এ প্রতিবাদে।

এদিন দুপুরে বিসিবিতে এসে জমায়েত হন ক্রিকেটাররা। শুরুতে মিরপুর স্টেডিয়ামে এসে বিসিবির কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা জানান তারা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন খেলোয়াড়রা। দাবি-দাওয়া না মানলে ধর্মঘটে যাবেন তারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন