বাংলাদেশি ক্রিকেটারদের কার বেতন কত?

  22-10-2019 04:50PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) কাছে দাবি-দাওয়া না জানিয়েই হঠাৎ ধর্মঘটের ডাক দেয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। পরে বেতনভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।

সোমবার বিকালে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের হয়ে এ ঘোষণা দেন সাকিব আল হাসান।

তাদের দাবি-দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সাকিবরা। ঘরোয়া বা জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ের খেলায় অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা।

এ সময় তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ জাতীয় দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন ঘরোয়া ক্রিকেটাররাও।

স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের বেতন কত তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। আসুন জেনে নেই বাংলাদেশি ক্রিকেটারদের কার বেতন কত?

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১৭ ক্রিকেটার। চার ক্যাটাগরিতে ('এ' প্লাস, 'এ', 'বি' ও রুকি) রয়েছেন তারা। সেটি অনুযায়ী, মাসিক বেতন পান খেলোয়াড়রা।

‘এ' প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা মাসিক বেতন পান চার লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে বেতন পান তিন লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসপ্রতি বেতন পান দুই লাখ টাকা করে। আর ‘রুকি’ ক্যাটাগরির ক্রিকেটারদের সম্মানী এক লাখ টাকা।

কে কোন ক্যাটাগরিতে?

‘এ' প্লাস ক্যাটাগরিতে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

‘বি’ ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

ক্যাটাগরি রুকিতে আছেন আবু হায়দার রনি, নাঈম হাসান আবু জায়েদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও খালেদ আহমেদ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন