বাংলাদেশ-ভারত টেস্টে ধারাভাষ্য দেবেন ধোনি

  06-11-2019 04:05AM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপের পর থেকে মাঠে নামা হয়নি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। অবসর নেয়ার গুঞ্জন উঠলেও মুখে কুলো এঁটে আছেন তিনি। ২২ গজে আবার ফিরবেন কি না, ফিরলে কবে সেটা নিয়েও তৈরি হয়ে নানান প্রশ্ন। কিন্তু সবকিছু এড়িয়ে চলছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তবে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে দেখা না গেলেও ধারাভাষ্যকার হিসেবে থাকবেন তিনি। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির টেস্ট ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটে ফেরাতে উদ্যোগ নিয়েছে ব্রডকাস্টার স্টার স্পোর্টস।

শুধু ধোনিই নন, ভারতের সাবেক সব টেস্ট অধিনায়কদের ‘অতিথি ধারাভাষ্যকার’ হিসেবে বক্সে নিয়ে আসতে চায় চ্যানেলটি। সেখানে তারা ভারতের টেস্ট ইতিহাসে নিজেদের প্রিয় মুহূর্তগুলো নিয়ে স্মৃতি রোমন্থন করবেন। আর সেই কারণেই ধোনিকে দেখা যেতে পারে কমেন্ট্রি বক্সে। এর আগে কখনই ধারাভাষ্য দেননি ধোনি।

আগামী ২২ নভেম্বর কলকাতায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম দিবা-রাত্রির টেস্ট দেখার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে টেস্ট ম্যাচ দেখতে কলকাতা যেতে পারেন প্রধানমন্ত্রী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন