সাকিব প্রসঙ্গে ঝুঁকি নিতে চান না পাপন

  06-11-2019 09:24PM

পিএনএস ডেস্ক : ক্রিকেটার সাকিব আল হাসানের ওপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে আগ বাড়িয়ে কোনো ঝুঁকি নিতে চান না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমরা এই ঝুঁকি নিতে রাজি না। কাজেই সাকিবেরটা সাকিবই করছে। বোর্ড এখানে পুরো সহায়তা দেবে। যা যা লাগে সব দেবে।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডের এক সভার পর তিনি এসব কথা বলেন।

বিদেশি আইনজীবী নিয়োগ প্রসঙ্গে পাপন বলেন, ‘বাইরে থেকে যদি কোনো আইনজীবি আনতে চায়, যদি দুর্নীতি দমন ইউনিটের আইনজীবী চায় সব আমরা দেব। তার সঙ্গে আলাপ-আলোচনা না করে, তার কথা না শুনে কিছু করাটা অনেক বড় ঝুঁকি হয়ে যায়। কিছুদিন যাক দেখি কি করতে পারি।’

বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবির দুর্নীতি দমন ইউনিট সেরা আইনজীবী দিয়ে যদি কিছু করতে চায় অবশ্যই বোর্ড সহায়তা করবে। কিন্তু আমরা বিসিবি যদি সরাসরি আগে কিছু করতে যাই তাহলে হিতে বিপরীত হতে পারে। সাকিবের শাস্তি এক বছর। এক বছর স্থগিত। আমরা এমন একটা কিছু করতে গেলাম যার ফলে শাস্তি বেড়ে গেল, তখন তো বিসিবিরই দোষ হবে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন