বিপ্লবকে নিয়েই ভারতের ‘মাথাব্যথা’!

  07-11-2019 01:53PM

পিএনএস ডেস্ক:সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা ৭:৩০টায় মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টি২০। তার আগে দল নিয়ে চলছে নানা বিচার-বিশ্লেষণ। তবে সব কিছুকে ছাড়িয়ে ভারতের চিন্তার নাম এখন বাংলাদেশি লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ম্যাচ শুরুর আগে ভারতীয় গণমাধ্যমগুলো যেন তার রহস্যই ভেদ করতে মরিয়া।

সদ্য টি২০’র অভিষেক টিকিট পাওয়া বিপ্লব এরিমধ্যে বল হাতে জৌলস দেখিয়েছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি২০’তে জ্বলেছেন আপন মহিমায়। তিন ওভারের স্পেলে ২২ রান দিয়ে তুলে নেন দুটি মুল্যবান উইকেট। শুরুতে লোকেশ রাহুলকে মাহমুদউল্লাহর হাতের ক্যাচ বানিয়ে ফেরান সাজঘরে। এরপর শ্রেয়াস আইয়ারকে কোনো কিছু বুঝে উঠার আগে প্যাভিলিয়েনের পথে পাঠান বিপ্লব।

আজ সিরিজ নির্ধারণী ম্যাচে এই বিপ্লবই হতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদের তুরুপের তাস। এ বছরের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে নেমেই চমকে দেন বিপ্লব। ঘূর্ণিতে ১৮ রান দিয়ে দখলে নেন দুই উইকেট।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন