উচ্চতা নিয়ে বিপাকে আফগান সমর্থক

  07-11-2019 06:31PM

পিএনএস ডেস্ক:ঘরের খেলা অন্য দেশে গিয়ে দেখতে হলেও ক্রিকেটীয় আবেগে টান পড়ছে না আফগানদের। এমন আবেগকেই ভরসা করে কাবুল থেকে উড়ে এসেছেন শের খান। ৮ ফুট ২ ইঞ্চি উচ্চতার এ দীর্ঘকায় সমর্থক ভারতের লক্ষ্ণৌতে এসে পড়েছেন বিপাকে।

আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দেখতে ভারতে শের খান। উচ্চতার কারণে স্টেডিয়ামে তার বসতেও সমস্যা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন, থাকার জায়গা নিয়ে। অস্বাভাবিক উচ্চতার জন্য লখনৌতে কোথাও থাকার ব্যবস্থা করতে পারছেন না তিনি।

শহরের কোনো হোটেলে তার থাকার মতো রুমের ব্যবস্থা হয়নি। ফলে বাধ্য হয়েই স্থানীয় পুলিশের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন শের খান। পরে পুলিশই তাকে থাকার মতো জায়গা বের করে দিয়েছে।

লখনৌয়ের শ্রী অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে আফগানদের হারিয়েছে ক্যারিবীয়রা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন