নতুন মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ

  07-11-2019 06:44PM

পিএনএস ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেলে ভারতের মাঠে নতুন কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাঠে বিদেশি কোনো দল জয় পায়নি।


রাজকোটে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচে আর মাত্র দুটি ছক্কা হাঁকালে টি-টোয়েন্টিতে ছক্কার হাফ সেঞ্চুরি গড়বেন রিয়াদ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে এমন কীর্তি গড়তে পারেননি বাংলাদেশি কোনো ব্যাটসম্যান।

২০০৭ সালে জুলাই মাসে শ্রীলংকার কলম্বোয় ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর দুই মাস ব্যবধানে কেনিয়ার বিপক্ষে খেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচ।

জাতীয় দলের হয়ে একযুগ ধরে খেলে যাওয়া এ অলরাউন্ডার ৪৬ টেস্ট, ১৮৫টি ওয়ানডে আর ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাটে ৩১২ ম্যাচে ৪১টি ফিফটির সাহায্যে ৭টি সেঞ্চুরির সাহায্যে ইতিমধ্যে ৮ হাজার ৫৫ রান করেছেন।

টেস্টে ২৩ আর ওয়ানডেতে ৫৬টি ছক্কা হাঁকানো মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে ৪৮টি ছক্কা হাঁকিয়েছেন। আজ রাজকোটে আর মাত্র দুটি ছক্কা হাঁকালেই দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ছক্কার রেকর্ড গড়বেন তিনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন