প্রতি ম্যাচে জাতীয় সঙ্গীতের দাবি আইপিএলে!

  08-11-2019 02:56PM

পিএনএস ডেস্ক:ভারতের ঘরোয়া ক্রিকেট লিগে এবার জাতীয় সঙ্গীত যুক্ত করার দাবি উঠেছে। রীতিমত লিখিতভাবে বিসিসিআইয়ের কাছে এই আবেদন করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া। আইপিএলের পরবর্তী আসরের প্রতিটি ম্যাচে যেন ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয় এমনটাই প্রস্তাব করেছেন তিনি!

আন্তর্জাতিক পর্যায়ের যেকোনো টুর্নামেন্ট বা ম্যাচের শুরুতে সাধারণত জাতীয় সঙ্গীত বাজানো হয়। নেস ওয়াদিয়া দাবি করেন, আইপিএল বিশ্বের সেরা লিগ। এখানে জাতীয় সঙ্গীত বাজলে আরো বেশি উজ্জীবিত হবেন ভারতীয় ক্রিকেটাররা। এছাড়া জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাদ দেয়ায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদও জানিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাব মালিক।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান বাদ দেয়াটা ভালো একটা উদ্যোগ। বিসিসিআইয়ের আরেকটা উদ্যোগ নেয়া প্রয়োজন তা হল, আইপিএলে প্রতি ম্যাচে জাতীয় সঙ্গীত বাজানো। আমি এর আগেও বিসিসিআইকে চিঠি লিখেছি। এবার সৌরভ গাঙ্গুলিকেও লিখলাম। আমার জানামতে মুভি থিয়েটারগুলোতে জাতীয় সঙ্গীত বাজানো হয়।

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল (আইএসএল) ও প্রো-কাবাডি লিগে ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বাইরের দেশের দিকে তাকালে দেখা যায় মার্কিন বাস্কেটবল লিগ এনবিএতেও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানোর নিয়ম আছে। আইপিএলেও এমন রীতি শুরু করার দাবি জানান ওয়াদিয়া।

এ বিষয়ে পাঞ্জাব মালিক যোগ করেন, এটা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আমাদের অসাধারণ জাতীয় সঙ্গীত ও একটা ক্রিকেট লিগ আছে। এনবিএতে যেমন প্রতিটা ম্যাচেই সে দেশের জাতীয় সঙ্গীত বাজে।

নেস ওয়াদিয়ার কথা বিসিসিআই কতটা আমলে নেয় সেটাই এখন দেখার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন