বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ: পরিসংখ্যান কি বলছে?

  14-11-2019 08:26AM

পিএনএস ডেস্ক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তাদের ডেরায় আগামীকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইন্দোরের হোকার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলা। ম্যাচটি সরাসরি দেখাবে জিটিভি।

এর আগেও এই ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে। শক্তিশালী ভারতের বিপক্ষে ৯টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু একটিতেও জয় নেই টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থানে রয়েছে ভারত। ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টের ৫টি ম্যাচে অংশ নিয়ে সব ম্যাচেই জয়লাভ করেছে।

বাংলাদেশের বড় সফলতা হচ্ছে বৃষ্টির কারণে দুই ম্যাচ ড্র। ২০০৭ সালে চট্টগ্রামে পুরো একদিন বৃষ্টির কারণে ভেস্তে গেলে প্রথম ড্র করতে পারে টাইগাররা। ২০১৫ সালে ফতুল্লায় আরেকটি ম্যাচ অধিকাংশ সময় বৃষ্টি হওয়ার কারণে ড্র হয়।

এই সিরিজের আগে ২০১৭ সালে ভারত সফরে গিয়ে তাদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। ম্যাচটি ২০৮ রানের বড় ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির দল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন