ধর্ষণ চেষ্টার অভিযোগে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক বহিষ্কার

  22-11-2019 01:53AM

পিএনএস ডেস্ক : বাংলাদেশে টেনিস ফেডারেশনের এডহক কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদকে বহিষ্কার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল বুধবার এক কিশোরী টেনিস খেলোয়াড়কে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। আর এরই পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ এ সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিম মুঠোফোনে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোলাম মোরশেদকে বাংলাদেশে টেনিস ফেডারেশনের এডহক কমিটর সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাধারণ সম্পাদককে দায়িত্ব পালন করবেন। এছাড়া খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে টেনিস ফেডারেশন স্থিতিশীল করা হবে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আইটিএফ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে ১৬ দেশের প্রায় অর্ধশত খেলোয়াড় অংশ নেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের এক বর্ষীয়ান টেনিস খেলোয়াড় ও কোচ শিবু লালের মেয়ে রেনা লাল দেশের হয়ে খেলার জন্য ঢাকা আসেন। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ তাকে শীলতাহানী করে এবং অশ্লীল কথাবার্তা বলে। এরপর ভুক্তভোগীর চাচা গতকাল গুলশান থানায় মামলা করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন