মুমিনুলদের নিয়ে একি করল কলকাতা পুলিশ!

  24-11-2019 07:22PM

পিএনএস ডেস্ক : ইডেন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তিন দিনেই গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতীয় পেসারদের সামনে দাঁড়াতে পারেনি মুমিনুল-রিয়াদরা। আর এই কারণে ইনিংস ও ৪৬ রানের বিশাল ব্যবধানে ঐতিহাসিক টেস্টে হারার আগে ক্রিজে রীতিমত অসহায় ছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।

অনেকের গায়ে ভারতীয় বোলারদের বল আঘাত হানে। কারো হেলমেটও শিকার হয় বলের আঘাতের।

গোলাপি বলের সামনে ব্যাটসম্যানদের অসহায়ত্বের এমনই একটি মুহূর্তের ছবি দিয়ে প্রচারণায় নেমেছেন কলকাতা পুলিশ। কেউ বলছেন ট্রাফিক আইন মানতে অভিনব প্রচার চালিয়েছে পুলিশ। আর কেউ বলছেন অভিনব প্রচারণা বলতে আসলে বাংলাদেশি ব্যাটংম্যানদের বিদ্রুপ করা হয়েছে। আসলে কি বোঝানো হয়েছে সেটি এখন পরিষ্কার নয়।

রবিবার কলকাতা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে একজন ব্যাটসম্যানের হেলমেটে গোলাপি বলের আঘাত লাগার দৃশ্যের ছবি পোস্ট করে ক্যাপশন দেয়া হয়েছে, ‘রাখে হেলমেট, মারে কে’!

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন