আজ নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে বাংলাদেশ

  08-12-2019 02:36AM



পিএনএস ডেস্ক: এসএ গেমস ফুটবলে বাঁচা-মরার লড়াই আজ রোববার। বাংলাদেশকে জিততেই হবে স্বাগতিক নেপালের বিপক্ষে। জয়বঞ্চিত হলে ছিটকে যেতে হবে আসর থেকে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে ভুটান-লজ্জার পর মালদ্বীপের সঙ্গে ড্র। এরপর শ্রীলংকাকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও প্রথম দুই ম্যাচ থেকে চার পয়েন্ট হারানোয় জামাল ভূঁইয়াদের ফাইনালের স্বপ্নটা ফিকে হতে বসেছিল। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভুটানের ফাইনাল নিশ্চিত। এক ম্যাচ কম খেলা নেপালের পয়েন্ট সাত এবং বাংলাদেশের চার।

আজ রোববার জামালরা জিতলে তাদের পয়েন্ট নেপালের সমান হবে। গোল গড়ে নেপাল এগিয়ে থাকলেও এসএ গেমসের ফুটবলে সবার আগে দেখা হবে হেডু টু হেড। তাই রোববার জিতলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। শনিবার অনুশীলন শেষে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে জয়ের কথা বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

‘আমরা জানি আমাদের জিততেই হবে। জয়ের কোনো বিকল্প নেই আমাদের সামনে। প্রতিপক্ষ হিসেবে নেপাল বেশ শক্তিশালী। তাছাড়া স্বাগতিক হিসেবে তারা হোম গ্রাউন্ডের পুরো সুবিধাই পাবে। তারা খুব ভালো খেলছে এ আসরে। আশা করি নিজেদের সেরাটা দিতে পারব।’

টানা ম্যাচ খেলায় কিছুটা ক্লান্ত থাকবে নেপাল। আর সে সুযোগটাই নিতে চাচ্ছেন জামাল ভূঁইয়া, ‘নেপালকে দু’দিনে দুটি ম্যাচ খেলতে হবে। ফুটবলাররা বেশ ক্লান্ত থাকবে। যা আমাদের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।’

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন