ভারতের মাঠে কোহলিদের পাত্তাই দিল না ওয়েস্ট ইন্ডিজ

  09-12-2019 01:17AM



পিএনএস ডেস্ক: ঘরের মাঠেই পরাস্থ স্বাগতিক ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় পাত্তাই পেল না বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

রোববার ভারতের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭০ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন শিভম দুবে। তার ইনিংসটি ৩০ বলে তিনটি চার ও ৪টি ছক্কায় সাজানো। এছাড়া ২২ বলে অপরাজিত ৩৩ রান করেন রিশব প্যান্ট।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৩ রান যোগ করেন ক্যারিবীয় দুই ওপেনার এভিন লুইস ও লেন্ডল সিমন্স। ৩৫ বলে তিনটি চার ও ৩ ছক্কায় ৪০ রান করে ফেরেন লুইস।

এরপর ১৪ বলে ২৩ রান করে ওয়ান ডাউনে নামা সিমরন হিতমার আউট হলেও চতুর্থ উইকেটে নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সিমন্স। তার ৪৫ বলের অপরাজিত ৬৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারের ৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় উইন্ডিজ।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল সফরকারী ক্যারিবীয়রা। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৭ রানের পাহাড় গড়েও কাঙ্খিত জয় তুলে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন