দেড় মাসের জন্য মাঠের বাইরে রাশফোর্ড

  20-01-2020 05:12PM

পিএনএস ডেস্ক: পিঠের ইনজুরির কারণে অন্তত দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। ইউনাইটেড বস ওলে গানার সোলজকায়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার উল্ফসের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১৫ মিনিটও মাঠে থাকতে পারেননি রাশফোর্ড। একই কারণে রোববার লিভারপুলের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচেও তিনি অনুপস্থিত ছিলেন। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচ শেষে অন্তত দেড় মাসের জন্য রাশফোর্ডের ছিটকে যাওয়ার তথ্য নিশ্চিত করেন ম্যানইউ বস।

তিনি বলেনস, ইনজুরির মাত্রাটা বেশ গুরুতর। তার পিঠের পেশীতে টান পড়েছে। এর আগে কখনই সে এই ধরনের ইনজুরিতে আক্রান্ত হয়নি। মৌসুমের মধ্য বিরতির আগ পর্যন্ত সে মাঠে ফিরতে পারবে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন