আবার ফাইনালে ফিলিস্তিন

  22-01-2020 11:01PM



পিএনএস ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ফিফা র্যাংকিংয়েও সবার ওপরে। সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরেও টপ ফেবারিট মধ্যপ্রাচ্যের দলটি। টানা তিন ম্যাচ জিতে ফাইনালে নাম লিখিয়ে ট্রফি ধরে রাখার দৌড় থেকে আর মাত্র ১ ম্যাচে দূরে দাঁড়িয়ে তারা।

আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফিলিস্তিন ১-০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশ সিসেলশকে। তবে গ্রুপপর্বের দুই ম্যাচের মতো সহজভাবে নয়, ফাইনালে ওঠার লড়াইয়ে আফ্রিকার দেশটি বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তাদের।

৮০ মিনিট যুদ্ধ করে তারপর প্রতিপক্ষের গোলমুখ খুলতে পেরেছে ফিলিস্তিন। জয়সূচক গোলটি করেছেন খারৌব। টুর্নামেন্টে এটি খারৌবের দ্বিতীয় গোল।

ফিলিস্তিনের এ জয়ের মধ্য দিয়ে প্রথম হাসলো এশিয়া। দুটি সেমিফাইনালেই যে মুখোমুখি এশিয়া ও আফ্রিকার দেশ।

আগামীকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলবে আরেক আফ্রিকান দেশ বুরুন্ডির। বিকেল ৫ টায় শুরু হবে স্বাগতিকদের সঙ্গে বুরুন্ডির লড়াই।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন