‘সেই ভারতকে হারিয়ে শিরোপা জেতায় বেশি ভালো লাগছে’

  10-02-2020 09:26PM

পিএনএস ডেস্ক : বড় মঞ্চে ভারতের বিপক্ষে হারের বৃত্তটা যেন কিছুতেই ভাঙতে পারছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়া কাপ, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে একের পর এক হৃদয় ভাঙার গল্প। এবার সেই ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জেতায় উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাজমুল হাসান বলেন,‘বিভিন্ন পর্যায়ে আমরা ভারতের কাছে শুধু হারছিলাম। ওদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে বেশি ভালো লাগছে। বিশ্বচ্যাম্পিয়নের গৌরবটা আলাদা। সেটা যে পর্যায়েরই হোক না কেনো।’

টাইগার যুবাদের এই সাফল্যের পেছনে ছিলো বিসিবির সুনির্দিষ্ট পরিকল্পনা। এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন,‘রাতারাতি ফলাফল আসেনি। গত দুই বছর দেশে-বিদেশে অনেক গুলো ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছি আমরা।

সেটার ফল এই বিশ্বকাপ শিরোপা। বাংলাদেশকে সবাই ফেভারিটের তালিকায় রেখেছিলো। বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করে বিদেশের মাটিতে ভালো না খেলার অপবাদও ঘোচালো ছেলেরা।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন