ধোনির সঙ্গে তুলনা, কি বললেন আকবর!

  14-02-2020 04:17PM

পিএনএস ডেস্ক: বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলার বিশ্বজয়ী দামাল ছেলেদের ফুলেল শুভেচ্ছা, কেক কেটে, আতজবাতির ঝলকানি, গ্যালারিতে গর্জন ও লাল গালিচা অভ্যর্থনায় বরণ করে নেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হোন ফাইনাল ম্যাচে ‘দ্যা গ্রেট আকবার’ খ্যাত অধিনায়ক।

অধিনায়কোচিত ইনিংস খেলে দেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। যেভাবে ঠাণ্ডা মাথায় দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন আকবর আলি তাতে অনেকেই তাকে 'ক্যাপ্টেন কুল' অর্থাৎ সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা শুরু করে দিয়েছেন।

কিন্তু ধোনির সঙ্গে একেবারেই তুলনা চাননা বিশ্বজয়ী আকবর।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে পর পর পর উইকেট হারিয়ে যখন চাপে পড়ে যায় বাংলাদেশ, ঠিক তখনই মাথা ঠাণ্ডা রেখে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচের সেরাও হন তিনিই।

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঠাণ্ডা মাথায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দুরন্ত ইনিংস খেলে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। আকবরের ইনিংসের সঙ্গে অনেকেই ধোনির সেদিনের ইনিংসের তুলনা করতে থাকেন! তাই আকবরকে ধোনির সঙ্গে তুলনা করে 'ক্যাপ্টেন কুল' বলতে শুরু করে অনেকেই।

তবে এই তুলনাটা একেবারেই না পছন্দ আকবরের। বুধবারই ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দেশে ফিরেই বীরের সম্মান পেয়েছেন তারা।

এরপরই আকবর আলি বলেন, "মাত্র একটা ইনিংসের নিরিখে ধোনির মতো কিংবদন্তির সঙ্গে আমার তুলনা একেবারেই চাই না।"

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন