অবশেষে রাজি হল ভারত

  17-02-2020 10:10AM


পিএনএস ডেস্ক: দেশের বাইরে গোলাপি বলের টেস্ট খেলার প্রস্তাব একাধিকবার পেয়েছিল ভারত। প্রত্যেকবারই প্রস্তাব ফিরিয়ে দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু সৌরভ গাঙ্গুলি এবার রাজি হয়েছেন।

দিল্লিতে রবিবার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বৈঠকে বসেছিল বিসিসিআই। সেখানেই এ সিদ্ধান্ত হয়।

দেশের বাইরে অস্ট্রেলিয়ায় প্রথম দিবারাত্রির টেস্ট খেলবে ভারত। ২০২০-২১ মৌসুমে সেখানে চারটি টেস্ট হবে। এর মধ্যে অস্ট্রেলিয়া চেয়েছিল দুটি দিবারাত্রির টেস্ট খেলতে। তবে ভারত একটিতে সম্মতি দিয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকইনফো।

পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে কৃত্রিম আলোয় টেস্ট খেলবে ভারত। ইংল্যান্ড ভারতের মাটিতে ২০২১ সালে পাঁচটি টেস্ট খেলবে। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে হবে দিবারাত্রির টেস্ট ম্যাচটি।

প্রসঙ্গত, ভারত গত বছর ইডেনে প্রথম দিবারাত্রির টেস্ট খেলেছিল। বাংলাদেশের বিপক্ষে হয়েছিল তাদের প্রথম গোলাপি বলে টেস্ট। ওই ম্যাচ দিয়ে বাংলাদেশেরও দিবারাত্রির টেস্টে অভিষেক হয়েছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন